দ্য রিপোর্ট ডেস্ক : ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির অধীনে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে প্রস্তুত পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের নিকট এমনটাই জানিয়েছেন হাফিজ নিজেই।

এ বিষয়ে হাফিজ বলেন, ‘আমি আরও আগেই আইসিসির বরাবর এই পরীক্ষা দিতে পারতাম। তবে আমার হাঁটুর ইনজুরির কারণে আমি পিছিয়ে যাই। কিন্তু এখন আমি সম্পূর্ণ সুস্থ। তাই আমি পিসিবিকে জানিয়ে দিয়েছি তারা যেন আইসিসি থেকে একটি দিন ধার্য করে।’ বর্তমানে ৩৫ বছর বয়সী হাফিজ পাকিস্তানের অন্যতম একজন সিনিয়র ক্রিকেটার। তিনি এ পর্যন্ত ৫০টি টেস্ট, ১৭৭টি ওয়ানডে এবং ৭৭টি টি২০ ম্যাচ খেলেছেন।

হাফিজ প্রথমত ২০১৪ সালে অবৈধ বোলিং অ্যাকশনের জন্য প্রশ্নবিদ্ধ হন। এরপর ২০১৫ সালের জুলাইয়ে আবারও তার বোলিং নিয়ে প্রশ্ন ওঠে। পরে তাকে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়।

(দ্য রিপোর্ট/এনপিএস/এনআই/অক্টোবর ২৫, ২০১৬)