চলতি সপ্তাহে পঞ্চম দফার তফসিল : শাহনেওয়াজ
দ্য রিপোর্ট প্রতিবেদক : নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, ‘উপজেলা নির্বাচনের ধারাবাহিকতায় চলতি সপ্তাহে পঞ্চম দফায় তফসিল ঘোষণার পরিকল্পনা রয়েছে।’
নির্বাচন কমিশন সচিবালয়ের নিজ কার্যালয়ে রবিবার সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
শাহনেওয়াজ বলেন, ‘চলতি সপ্তাহে তফসিল দিয়ে মার্চে উপজেলা নির্বাচন শেষ করা হবে। সামান্য কিছু বাকি থাকলে এইচএসসি পরীক্ষার পর সেগুলো করা হবে।’
নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচনের আগে পরে মোট পাঁচ দিন সেনা মোতায়েন থাকবে।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘উপজেলাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। এখন পর্যন্ত কোনো সহিংসতা হয়নি। গোয়েন্দা বাহিনীর তথ্য অনুযায়ী আমরা আশা করছি, কোনো সহিংসতা হবে না।’
ঝুঁকিপূর্ণ কেন্দ্র সম্পর্কে শাহনেওয়াজ বলেন, ‘উপজেলাগুলোতে ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তাদের আমরা নির্দেশ দিয়েছি।’
বিভিন্ন উপজেলায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এবং বিএনপি প্রার্থীদের হয়রানির বিষয়ে তিনি বলেন, ‘অনেক রাজনৈতিক বক্তব্য আসছে। আমরা বলেছি, সুনির্দিষ্টভাবে রিটার্নিং কর্মকর্তাদের কাছে অভিযোগ করতে।’
(দ্য রিপোর্ট/এমএস/এনডিএস/সা/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)