দ্য রিপোর্ট ডেস্ক : দক্ষ ও আধুনিক মানব সম্পদ তৈরী করার প্রতিশ্রুতি নিয়ে এনআরবি গ্লোবাল ব্যাংকের নিজস্ব ক্যাম্পাসে ৩য় ফাউন্ডেশন ট্রেনিং কোর্স চালু হয়েছে।

গত ২৪ অক্টোবর রাজধানীর পান্থপথে ব্যাংকটির নিজস্ব ক্যাম্পাসে এ কোর্স উদ্বোধন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের  চেয়ারম্যান নিজাম চৌধুরী।

উদ্বোধনী বক্তৃতায় তিনি আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করা ৪র্থ প্রজন্মের এ ব্যাংকটিকে উদার ও আধুনিক ব্যাংক হিসেবে গড়ে তুলতে সকলকে সচেষ্ট ও যত্ববান হওয়ার পরামর্শ প্রদান করেন।

এ প্রশিক্ষণ কোর্সে ব্যাংকের নতুন নিয়োগ প্রাপ্ত ৩০ জন ট্রেইনি এ্যাসিস্ট্যান্ট অফিসার অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল এস এম নূরুল আলম চৌধুরী, ফেকাল্টি মেম্বার অখিল চন্দ্র সরকারসহ প্রশিক্ষনার্থীগণ উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এন/২৫ অক্টোবর ২০১৬)