ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের লাঠির আঘাতে আব্দুলাহ আল মামুন (২৭) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। শহরের নিশ্চিন্তপুরে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মামুন নিশ্চিন্তপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে বাড়ি থেকে বের হলে নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি ফাঁকাস্থানে মামুনকে ডেকে নেয় প্রতিপক্ষ রতনের লোকেরা।

সেখানে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাকবিতণ্ডা হয় মামুনের সঙ্গে। একপর্যায়ে লাঠি দিয়ে ঘাড়ে আঘাত করলে মাটিতে লুটিয়ে পরে মামুন। মুমূর্ষু অবস্থায় তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার লালন আহম্মেদ মৃত্যুর সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ রতন নামে একজনকে আটক করেছে।

(দ্য রিপোর্ট/একেএ/এপি/অক্টোবর ২৫, ২০১৬)