ভোলা প্রতিনিধি : নোয়াখালী জেলার বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার মেঘনা নদীতে একটি বরযাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন ৫ যাত্রী। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বৌবাজার এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন আরিফ উদ্দিন (৩০), আলী মিয়া (৪৫) ও ইয়াসিন আরাফাত (৩৫)। তারা হাতিয়া উপজেলার বাসিন্দা।

স্থানীয়রা জানান, হাতিয়া থেকে ছেড়ে আসা ট্রলারটিতে ৫০ থেকে ৬০ জন বরযাত্রী ছিল। বৌবাজার এলাকার মেঘনা নদীর প্রবল স্রোতে ট্রলারটি ডুবে যায়। ওই সময় ট্রলারের যাত্রীরা কেউ কেউ সাঁতরে পাড়ে ওঠেন এবং স্থানীয় জেলেরা অনেক যাত্রীকে উদ্ধার করে। তবে এখনো ৫ জন যাত্রী নিখাঁজ রয়েছেন বলে ট্রলারযাত্রীদের দাবি। নিখোঁজদের নাম ও পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, নিহত তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধান করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/এপি/এম/অক্টোবর ২৫, ২০১৬)