দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদের অধীন ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১১ হাজার ৩৩০ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ১৩ দশমিক ৫৫ শতাংশ। মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় এ ফল প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন।

গত শুক্রবার (২১ অক্টোবর) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের ৮৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ক-ইউনিটে ১ হাজার ৭৪৫টি আসনের জন্য মোট ৯০ হাজার ৪২৪ জন ভর্তিচ্ছু ছাত্রছাত্রী আবেদন করেছিল। এর মধ্যে ৮৩ হাজার ৫৮২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা মোবাইল ফোন ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইট (admission.eis.du.ac.bd) থেকে পরীক্ষার ফল জানতে পারবে। মোবাইল ফোন থেকে DU স্পেস KA স্পেস Roll নম্বর টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

(দ্য রিপোর্ট/সনি/এস/এপি/এম/অক্টোবর ২৫, ২০১৬)