লালমনিরহাটে জামায়াতের ৪ কর্মী গ্রেফতার
লালমনিরহাট সংবাদদাতা : জেলার পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নে অভিযান চালিয়ে রবিবার ভোরে জামায়াতের চার কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার জোংড়া ইউনিয়নের মোমিনপুর গ্রামের খয়বর আলীর ছেলে হাবিবুর রহমান (৪৫), একই গ্রামের নাসির উদ্দিনের ছেলে ভুট্টু মিয়া (৩৮), আশরাফ আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৫), হাবিবুল্লার ছেলে আব্দুল জলিল (৩৮)।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুজ্জামান ঘটনা নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, ২০১৩ সালের ১৫ ডিসেম্বর জামায়াত-শিবিরের সহিংসতায় এক যুবলীগ কর্মী নিহতের মামলার আসামিসহ গ্রেফতারদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের রবিবার দুপুরে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।
(দ্য রিপোর্ট/এইচএম/ইইউ/সা/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)