দ্য রিপোর্ট ডেস্ক : হিলারির পররাষ্ট্র নীতির কারণে সিরিয়া ইস্যু নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের উচিত বাশার সরকারের বিষয়টি গৌণ রেখে তথাকথিত আইএস দমনে মনযোগী হওয়া।

হিলারি সিরিয়াতে নো ফ্লাই জোন ঘোষণা করতে চাচ্ছেন। বিশেষজ্ঞদের মতে এর ফলে রাশিয়ার সঙ্গে দ্বন্দ্ব তৈরি করতে পারে।

ট্রাম্প বলেন, ‘হিলারির কথা শুনলে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দেব। আপনি শুধু সিরিয়ার সঙ্গেই লড়ছেন না। আপনি লড়ছেন রাশিয়া, ইরান এবং সিরিয়ার সঙ্গে। রাশিয়া একটি পারমাণবিক শক্তিধর দেশ।’

তিনি আশংকা প্রকাশ করে বলেছেন, হিলারি ক্লিন্টন পুতিনের সঙ্গে বিষয়টি নিষ্পত্তি সঠিকভাবে করতে পারবেন না।

(দ্য রিপোর্ট/এআরই/এনআই/অক্টোবর ২৬, ২০১৬)