দ্য রিপোর্ট ডেস্ক : মার্কিন লেখক পল বিটি ম্যান বুকার পুরস্কার জিতেছেন। এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো লেখক সম্মানজনক পুরস্কার পেলেন। বর্ণবাদী রাজনীতি নিয়ে ব্যঙ্গাত্মক ‘দ্য সেলআউট’ উপন্যাসের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হলো। বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, পুরস্কারের অর্থ হিসেবে ৫০ হাজার পাউন্ড পেয়েছেন ৫৪ বছর বয়সী এই কৃষ্ণাঙ্গ ঔপন্যাসিক।

এক বিবৃতিতে বুকার কমিটি জানায়, এ ধরনের ব্যঙ্গাত্মক রচনার মধ্য দিয়ে সামাজিকভাবে নিষিদ্ধ প্রায় সব বিষয়কেই টেনে বের করা সম্ভব। এই পথটাই সামনে এনেছেন পল বিটি। মঙ্গলবার লন্ডনের গিল্ড হলে, এক অনুষ্ঠানে বিটির নাম ঘোষণা করা হয়। তার উপন্যাসে দেখা যায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের উপকণ্ঠে পুনরায় দাসত্ব ও বর্ণবাদ ফিরিয়ে আনার চেষ্টা করছেন একজন তরুণ কৃষ্ণাঙ্গ। নিজের লেখা উপন্যাস সম্পর্কে বিটি বলেন, ‘এই বইটি বেশ কঠিন। আমার জন্য এটা লেখা ছিল খুবই কষ্টসাধ্য কাজ। আমি জানি এটা পড়তেও খুব কষ্ট হবে।’ তবে শেষের দিকে তিনি বলেন, ‘আমি লিখতে তেমন একটা পছন্দ করি না।’

(দ্য রিপোর্ট/এআরই/এনআই/অক্টোবর ২৬, ২০১৬)