চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৭। তাৎক্ষণিকভাবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (২৬ অক্টোবর) বেলা ১২টা ২৯ মিনিটে এ ভূমিকম্পটি অনুভূত হয়।
পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা আতিউর জানান, এ বিষয়ে তাদের কাছে সর্বশেষ কোনো তথ্য এসে পৌঁছেনি।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) সূত্রে জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল চট্টগ্রাম থেকে ১৩১ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ভূ-পৃষ্ঠ থেকে ৪২ কিলোমিটার গভীরে।
(দ্য রিপোর্ট/এইচ/এনআই/অক্টোবর ২৬, ২০১৬)