দ্য রিপোর্ট প্রতিবেদক : বর্তমানে সুন্দরবনের বাঘ নিরাপদে আছে। তারা বংশ বৃদ্ধি করতে ব্যস্ত বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। রাজধানীর খিলক্ষেতে হোটেল লা মেরিডিয়ানে বুধবার (২৬ অক্টোবর) ‘দক্ষিণ এশীয় ওয়াইল্ডলাইফ এনফোর্সমেন্ট নেটওয়ার্কের তৃতীয় বার্ষিক সম্মেলন’র উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিভিন্ন স্থানে ‌বেড়াতে যাওয়া বাঘগুলো বর্তমানে সুন্দরবনে ফিরে এসেছে। তারা সুন্দরবনে বাচ্চাও উৎপাদন করছে। বন্যপ্রাণিরা সুন্দরবনকে পর্যটন বানিয়ে ফেলেছে। ফলে অন্য জায়গার প্রাণিরা সুন্দরবনে আসতে বাধ্য।

দুইদিনব্যাপী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জেকব, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ডা. কামাল উদ্দিন আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

(দ্য রিপোর্ট/এনটি/এপি/অক্টোবর ২৬, ২০১৬)