সাভার থানার এএসআইসহ ৬ জন রিমান্ডে
দ্য রিপোর্ট প্রতিবেদক : সাভারে ক্যাপ্টেন নাহিদ নামের এক র্যাব সদস্য আহতের ঘটনায় দায়ের করা পৃথক দুই মামলায় অপহরণকারী চক্রের ৬ সদস্যকে ৪ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
ঢাকা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম শুনানি শেষে রবিবার বিকেল ৫টায় এ আদেশ দেন।
আসামিরা হলেন- সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফাজিকুল ইসলাম, সাবেক সেনাসদস্য রেজাউল হক, পুলিশের সোর্স মীরান খান, সামসুল হক, খোকন ও সুজন।
সাভার খানার দায়ের করা দুই মামলায় (মামলা নম্বর ২৮(২)২০১৪ ও ২৯(২)২০১৪) সুষ্ঠু তদন্তের জন্য সাভার থানার এসআই দিপক কুমার শর্মা ১৪ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
প্রসঙ্গত, শুক্রবার মধ্যরাতে সাভার মডেল থানার এএসআই ফাজিকুলসহ অপহরণ চক্রের পাঁচ সদস্যকে আটক করে র্যাব-৪। এ সময় খোকন নামে পালিয়ে গেলেও পরে তাকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি পিস্তল, ১৭টি গুলি, তিনটি ছুরি, তিনটি হ্যান্ডকাপ এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
(দ্য রিপোর্ট/জেএ/এনডিএস/সা/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)