হবিগঞ্জ প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বাসের যাত্রীদের সুত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী মিতালী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো- ব-১৪-৪৩৬৪) মাধবপুর উপজেলা পরিষদের গেইটের সামনে এলে হঠাৎ করে বাসটিতে আগুন লেগে যায়। মূহূর্তের মধ্যে আগুন বাসটিতে ছড়িয়ে পরে। এ সময় যাত্রীরা বাস থেকে লাফিয়ে নেমে পরেন। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।

মাধবপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর অলিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা এখন পর্যন্ত জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে কেউ হয়তো সিগারেট খেয়ে বাসে ফেলে দেয়। সেখান থেকেই বাসে আগুনের সূত্রপাত হয়।

এ সময় মহাসড়কের দু’পাশে শত শত গাড়ি আটকা পরে যানজটের সৃষ্টি হয়।

(দ্য রিপোর্ট/এপি/অক্টোবর ২৬, ২০১৬)