সিলেট অফিস : সিলেটে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সাত বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে তিন চেয়ারম্যান প্রার্থী ও চারজন ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। এ বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

সিলেট জেলা আওয়ামী লীগের জরুরি সভায় শনিবার রাতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আলী আকবর ফখর, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ইউনুস আলী, ভাইস চেয়ারম্যান প্রার্থী জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন, ওসমানীনগর থানা আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক ইকবাল হোসেন মস্তান, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য শামসুল ইসলাম রড ও একই উপজেলার সাবেক ছাত্রলীগ সভাপতি শাহজাহান চৌধুরীকে বহিষ্কার করা হয়।

(দ্য রিপোর্ট/এমজে/এএস/এনআই/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)