ছাত্রলীগ পরিচয়ে চাঁদাবাজির সময় গণধোলাই
দ্য রিপোর্ট প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নাম ভাঙিয়ে চাঁদা তোলার সময় স্থানীয় তিন যুবককে আটক করে গণধোলাই দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। রবিবার বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে চলা বিভিন্ন পরিবহনে চাঁদাবাজির সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ নেতা নিশাত ইমতিয়াজ বিজয় বলেন, তারা জাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি ও সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেলের নাম ভাঙিয়ে বিভিন্ন পরিবহন থেকে টাকা তুলছিল। এ খবর পেয়ে আমরা তাদের হাতেনাতে ধরে ফেলি।
এ ঘটনা জানার পর প্রক্টরিয়াল বডির বিশেষ দল সেখানে উপস্থিত হয় এবং তিনজনকে প্রক্টরিয়াল বডির হাতে তুলে দেওয়া হয়।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মুজিবুর রহমান বলেন- আমরা এদের জিজ্ঞাসাবাদ করছি। প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হবে।
(দ্য রিপোর্ট/এএস/এপি/এনআই/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)