দ্য রিপোর্ট প্রতিবেদক : ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ২২ রানে হেরে ১-০ তে পিছিয়ে আছে টিম বাংলাদেশ। এবার ২৮ অক্টোবর (শুক্রবার) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচে ইংলিশদের বিপক্ষে আবার মাঠে নামবে তারা। যে কারণে সবার মাঝেই কাজ করছে আগের ম্যাচের ভুলগুলো মনে করে সামনের ম্যাচে ভালো করার প্রত্যয়। এ জন্য শেষ টেস্টে টাইগারদের প্রধান লক্ষ্য থাকবে ঐতিহাসিক জয় তুলে নেওয়ার, তা না হলে অন্ততপক্ষে শেষ ম্যাচটি ড্র করার। টাইগারদের এমনই ভাবনার কথা জানিয়েছেন, দলের অন্যতম সদস্য ও দলটির সহ-অধিনায়ক তামিম ইকবাল।

শেষ টেস্টকে সামনে রেখে বুধবার(২৭ অক্টোবর) মিরপুরে অনুশীলন করেছে বাংলাদেশ দলের সদস্যরা। যদিও এদিন সকালে বৃষ্টির কারণে মাঠে নামতে পারেনি তারা। পরে বৃষ্টি শেষে অনুশীলনে নামে মুশফিক বহিনী। অনুশীলন শেষে এদিন সংবাদকর্মীদের সাথে কথা বলেন তামিম ইকবাল।

প্রথম ম্যাচে হারের ব্যাথা স্মরণ করে, শেষ টেস্টে ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা ম্যাচ হেরেছি, খারাপ লাগার অনুভূতি আমাদের মধ্যে রয়েছে। কিছু ইতিবাচক দিক অবশ্যই রয়েছে। আমরা পাঁচদিনই প্রতিদ্বন্দ্বিতা করেছি। এখন যখন খেলব, আমাদের চেষ্টা থাকবে ম্যাচটা জেতার। মাঠে যে ১১ জন নামে, তারা কিন্তু জেতার জন্যই নামে। প্রথম ম্যাচে পারিনি সেটা ভিন্ন ব্যাপার। পরের টেস্টেও আমাদের একই পরিকল্পনা থাকবে। আমাদের প্রথম বল থেকে শেষ বল পর্যন্ত নিজেদের কাজ করার চেষ্টা থাকবে। যদি জিততে না পারি তখন অন্য স্টেপ বা ড্রয়ের চিন্তা করব।’

এদিকে প্রথম ম্যাচে জয়ের হাতছানির মাঝেও হেরেছে টাইগাররা। তবে সেদিন শেষদিন পর্যন্ত লড়েছে মুশফিক বাহিনী। এটিকে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের জন্যে ইতবাচকই দেখছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। এ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ‘গণমাধ্যম বা মানুষজন বলছে, আমরা খুব ভালো খেলেছি। আমরা আলোচনা করলাম, এতটুকুতে যদি খুশি হয়ে যাই, তাহলে আমরা কোনও সময় উন্নতি করতে পারব না। হেরে যাওয়ায় আমরা সবাই কষ্ট পেয়েছি। যদি জিততাম তাহলে অন্যরকম কথা ছিল। আমরা হেরে গেছি, এখন সবাই বলছে আমরা ভালো খেলেছি। এটা চিন্তা করে যদি আমরা খেলতে নামি, সেটা ভালো হবে না।’

নিয়মিত টেস্ট না খেলাতে কি ওই ম্যাচে কোন প্রভাব পড়েছে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নে টাইগারদের এই ড্যাশিং ব্যাটসম্যান বলেন, ‘আমার মনে হয়, এত বড় একটা বিরতির পর প্রথম ম্যাচটা যদি ভালো না খেলতাম তাহলে হয়তো এর প্রভাব একটু থাকতো। আমরা একটা ভালো ম্যাচ খেলেছি, আমরা আগের চেয়ে ভালোভাবে প্রস্তুত থাকবো, আত্মবিশ্বাসীও থাকবো।’

এদিকে রিভিউ নিয়ে নিজের দুর্বলতা তুলে ধরে তামিম বলেন, ‘এটা (রিভিউ) একটা আজব জিনিস। আমি খুব একটা ভালো বুঝি না। এটা আসলে কিছু সময় আমাদের পক্ষে যাবে, কিছু সময় ওদের পক্ষে যাবে। অনেকটা ভাগ্যের ওপরও নির্ভর করে। আমি মনে করলাম এটা ক্লোজ, কিন্তু আম্পায়ার মনে করল ভিন্ন। এসব নিয়ে আমরা আসলে খুব একটা চিন্তিত নই। আমাদের সবকিছুর আগে ভালো খেলতে হবে। ভালো খেলার জন্য যা যা করা দরকার, আমরা সেখানেই বেশি ফোকাস করছি।’

(দ্য রিপোর্ট/এজে/অক্টোবর ২৭, ২০১৬)