দ্য রিপোর্ট প্রতিবেদক : ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীব ও তার স্ত্রী জেসমিন জাহানের বিরুদ্ধে শিশু গৃহকর্মী নির্যাতনের দায়ের করা মামলার সাক্ষ্যগ্রহণ শেষ করেছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে ট্রাইব্যুনাল আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য ৩১ অক্টোবর দিন ধার্য করেন।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক তানজিলা ইসলাম এ দিন ধার্য করেন।

এ দিন আদালতে সাক্ষ্য দেন মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান।

তিনি মামলার চার্জশিটের বিষয় বর্ণনা দেন এবং তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। এ মামলার ১২ সাক্ষীর মধ্যে বিভিন্ন সময়ে সাতজন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ৬ সেপ্টেম্বর গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপীকে অমানুষিক নির্যাতনের অভিযোগে ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীব ও তার স্ত্রী জেসমিন জাহান ওরফে নিত্য শাহাদাতের বিরুদ্ধে সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলাটি করেন।

(দ্য রিপোর্ট/এনটি/এআরই/অক্টোবর ২৭, ২০১৭)