গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে মুকসুদপুরের উপজেলা পরিষদ ও কাশিয়ানী উপজেলার হিরন্যকান্দিতে এ দুটি দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মুকসুদপুর উপজেলা পরিষদের সামনের রাস্তা দিয়ে শিশু তানিম আব্দুল্লাহ ওমায়েদ পার্শ্ববর্তী ফুফুর বাড়িতে যাচ্ছিল। এ সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়।

সে উপজেলার প্রভাকরদী গ্রামের আবু রাসেল সিদ্দিকীর ছেলে। এ ঘটনায় মাইক্রোবাস চালক এসকেন আলীকে আটক করেছে পুলিশ।

অপরদিকে কাশিয়ানী উপজেলার হিরন্যকান্দিতে শওকত মোল্যা নামে এক ব্যক্তি ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহত শওকত মোল্যা ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ওমরনগর গ্রামের আব্দুল গফুর মোল্যার ছেলে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান ও কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আলী নূর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এইচ/এপি/অক্টোবর ২৭, ২০১৬)