দ্য রিপোর্ট ডেস্ক : রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর যেমন ভক্ত-সমর্থকের অভাব নেই; তেমনি অভাব নেই সমালোচকেরও। যারা প্রতিনিয়তই তার পারফর্ম নিয়ে কড়া সমালোচনায় মেতে ওঠে। আর এসব সমালোচককে ধন্যবাদই জানালেন এই পর্তুগিজ তারকা। কেননা তাদের নেতিবাচক সমালোচনার জবাবে সে সব সময় নিজের অর্জনে কাজে লাগাতে পেরেছেন।

এ পর্যন্ত বহু শিরোপা জয় করেছেন রোনালদো। ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ জিতেছেন। সম্প্রতি দেশের হয়ে জিতেছেন ইউরো কাপও। এছাড়া ব্যক্তিগতভাবে তিনবার ব্যলন ডি অ’রের পুরস্কারটিও জিতেছেন তিনি।

এত সব ট্রফি জেতার পেছনে কিন্তু রোনালদোর সমালোচকদেরও কম অবদান নেই। যখনই সমালোচকরা তার সমালোচনায় মুখর হয়ে উঠেছেন, তখনই তিনি নিজের পারফরম্যান্স দিয়ে তার উচিত জবাব দিয়েছেন। সমালোচকদের সব সময়ই তিনি ভুল প্রমাণ করেছেন।

এ বিষয়ে রোনালদো কোচ ম্যাগাজিনে বলেন, ‘আমি নেতিবাচক মানুষদের এবং অভিজ্ঞতাকে আমার উৎসাহ হিসেবেই কাজে লাগাই। আমার আসলে নিজের সমালোচকদের দরকার। কেননা তারা আমাকে সেগুলো অর্জন করতে সাহায্য করেছে, যা এত দিন ধরে আমি অর্জন করে এসেছি।’

রোনালদো আরও জানান তার সবচেয়ে বড় অনুপ্রেরণা তিনি নিজেই। তিনি বলেন, ‘আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা সব সময়ই আমি ছিলাম। আমাকে নিজের থেকে অন্য কেউ বেশি অনুপ্রেরণা দিতে পারেনি।’

এ সময় রোনালদো নিজের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে নিয়েও কথা বলেন। তিনি মেসি ও তার মধ্যকার সম্পর্ককে শ্রদ্ধার চোখেই দেখেন বলে জানিয়েছেন।

রোনালদো বলেন, ‘মিডিয়া সবসময় আমার ও মেসির মধ্যে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সম্পর্ক বাইরে প্রকাশ করতে চায়। তবে আমি এটা পছন্দ করি না। এমনটা নয় যে আমরা ভালো বন্ধু, তবে আমাদের উভয়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ রয়েছে।’

(দ্য রিপোর্ট/এনপিএস/এম/অক্টোবর ২৭, ২০১৬)