দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ইতালি নাগরিক তাবেলা সিজারের হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে র‌্যাব ও পুলিশের দ্বিমুখী বক্তব্যে প্রমাণ হচ্ছে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। 

তিনি বলেন, ‘আজকে দেশে যে এতো খুন, গুম, হামলা এগুলোর থেকে জনগণের চোখ জঙ্গি ইস্যুতে নিয়ে যাওয়ার জন্য সরকারই জঙ্গি তৈরি করছে।’

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন। ‘রক্তাক্ত ২৮ শে অক্টোবর এবং আজকের প্রেক্ষাপট’ শীর্ষক এ আলোচনাসভার আয়োজন করে বাংলাদেশ ইয়ুথ ফোরাম নামে একটি সংগঠন।

রিজভী বলেন, ‘গতকালকে প্রধানমন্ত্রী বলেছেন অপরাধীরা যাতে ক্ষমতায় না আসতে পারে সে ব্যবস্থা করতে হবে। নিশ্চয়ই বিএনপিকে উদ্দেশ্য করে এ কথা বলেছেন তিনি।’

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচন দিয়ে দেখেন না জনগণ কাকে অপরাধী বলে। আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে হুমকি দেখান কিন্তু জনগণের কাছে আসেন না। জনগণ আপনাদের অপরাধের কথা কাউন্ট করছে।’

আয়োজক সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভায় আরও বক্তব্য দেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমতউল্লাহ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন, অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএইচ/এপি/অক্টোবর ২৭, ২০১৬)