দ্য রিপোর্ট প্রতিবেদক : ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ২৮ অক্টোবর (শুক্রবার) মাঠে নামবে মুশফিক বাহিনী। শেষ টেস্টে মাঠে নামার আগে ২৭ অক্টোবর(বৃহস্পতিবার) মিরপুরে অনুশীলনে নিজেদের আরও একবার ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ টেস্টে দলের ক্রিকেটাররা। যদিও প্রথম টেস্টে সফরকারীদের কাছে ২২ রানে হেরেছে স্বাগতিকরা, তারপরও এ হারটাকে অনেকটা ইতিবাচকই নিয়েছেন টাইগারদের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। হারের কারণ হিসেবে তিনি মনে করেন দীর্ঘ বিরতির প্রভাব। তারপও সেই তুলনায় যথেষ্ট ভালো খেলেছে বাংলাদেশ, এমনটিই মনে করেন তিনি। আশার কথা হচ্ছে, মুশফিকের লক্ষ্য চট্টগ্রামে যেখান থেকে শেষ করেছেন তারা, ঢাকা টেস্টে এসে সেখান থেকেই শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।

এদিন অনুশীলন শেষে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আসেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। প্রথম টেস্টের পারফরমেন্সে বিশ্বাস বেড়েছে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নে মুশফিক বলেন, ‘অবশ্যই। ১৫ মাস পর মাঠে নেমে দল হিসেবে আমরা অবশ্যই একটু ব্যাকফুটে ছিলাম। অবশ্যই ফেবারিট ছিলাম না। ইংল্যান্ডের মতো দল। আল্লাহর রহমতে ছেলেরা যেভাবে খেলেছে, অবশ্যই আত্মবিশ্বাস আছে। তবে বড় ব্যাপার হলো, আমি সবসময়ই বলেছি, টেস্ট ক্রিকেটেও আমরা যেন ধারাবাহিক হতে পারি। সেদিকেই আমাদের মনোযোগ। শুরুটা ভালো হয়েছে। চট্টগ্রাম যেভানে শেষ করেছি, সেখান থেকেই এখানে শুরু করতে চাই।’

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটা অনুষ্ঠিত হচ্ছে ঢাকার মিরপুরে। এই টেস্টে জয়ের জন্যে শতভাগ দিয়ে চেষ্টা করতে চান মুশফিক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মুভ অন ছাড়া কোনো গতি নেই আমাদের। খেলতেই হবে। আমরা যতোই ভাল খেলি না কেন, ম্যাচ হেরেছি। সেই আক্ষেপ তো অবশ্যই আছে। সবার ভেতরে সেই জেদ আছে। সবাই জানে যদি আমরা এক শতাশংও এদিক সেদিক করতে পারতাম, তাহলে ফল আমাদের পক্ষে আসত। দেক থেকে আমরা সচেতন। জানি যে ইংল্যান্ড অনেক কঠিন প্রতিপক্ষ। তবে আমরাও চেষ্টা করব, শেষ টেস্ট থেকে ইতিবাচক দিকগুলো নিয়ে নতুন করে শুরু করতে।’

তবে ঢাকার উইকেট নিয়ে আলাদা ভাবনা আছে মুশফিকের। তিনি মনে করেন, স্পিন ফেভার করলে এবং ব্যাটসম্যানরা ভালো করতে পারলে কিছু করা সম্ভব হবে তুলনামূলক শক্তিশালী ইংলিশদের বিপক্ষে। মুশফিক বলেন, ‘ঢাকার উইকেট অবশ্যই আলাদা হবে। এখানে উইকেটের মাটি অন্যরকম। জানি না কেমন ব্যবহার করবে। তবে যেমনই করুক, আমাদের স্পিনাররা সুবিধা পেলে সেটা নিতে পারবে এবং আমাদের ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেলতে পারবে। তাহলে ভাল ফল এখানেও আসবে।’

(দ্য রিপোর্ট/এজে/অক্টোবর ২৭, ২০১৬)