কলেজছাত্রীকে অপহরণকালে যুবককে গণপিটুনি
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের দামপাড়া ওয়াসা এলাকায় কলেজছাত্রীকে অপহরণের সময় অপহারণকারীকে ধরে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। ওই অপহরণকারীর নাম নয়ন (২৯)। সে কক্সবাজারের চকরিয়া থানার মাইজঘোনা সাহারবিল এলাকার ফয়েজুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দামপাড়া এলাকায় অবস্থিত বাংলাদেশ মহিলা সমিতি বালিকা বিদ্যালয় ও কলেজের (বাওয়া) প্রথম বর্ষের ওই ছাত্রী হেঁটে ওয়াসার মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় নয়ন নামের ওই যুবক ছাত্রীটিকে অনুসরণ করছিল। এক পথচালী বিষয়টি বুঝতে পেরে যুবকের পিছু নেন। ওয়াসা মোড়ে এসে যুবকটি ওই ছাত্রীর হাত ধরে টানাটানি শুরু করে। নয়ন তাকে জোর করে একটি সিএনজিচালিত অটোরিকশায় তোলার চেষ্টা করছিল। তখন অনুসরণকারী ব্যক্তি নয়নকে বাধা দেন। এরপর আশপাশে থাকা স্কুলশিক্ষার্থীদের অভিভাবক ও পথচারীরা ওই যুবককে ধরে গণপিটুনি দিয়ে থানায় খবর দিলে খুলশী থানা পুলিশের একটি দল এসে তাকে আটক করে।
ঘটনার বিষয়ে খুলশী থানার ওসি নিজাম উদ্দিন বলেন, ইভটিজিংয়ের অপরাধে একজনকে থানায় আনা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
(দ্য রিপোর্ট/এম/ অক্টোবর ২৭, ২০১৬)