দ্য রিপোর্ট প্রতিবেদক : দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শুক্রবার (২৮ অক্টোবর) মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী ইংল্যান্ড। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হয় ম্যাচটি। টসে জিতে এদিন প্রথমে ব্যাটিং করে সব উইকেট হারিয়ে ২২০ রানে ইনিংস শেষ করেছে বাংলাদেশ।

বাংলাদেশের পক্ষে এই ইনংসে সর্বোচ্চ ১০৪ রান এসেছে ওপেনার তামিম ইকবালের ব্যাট থেকে। মঈন আলীর বলে বাউন্ডারি হাঁকিয়ে ১৩৯ বলে টেস্ট ক্যারিয়ারে অষ্টম সেঞ্চুরি তুলে নিয়েছেন তামিম। এরপর আরও তিন রান যোগ করে মঈন আলীর বলেই এলবিডাব্লিউ হয়ে সাজঘরে ফেরেন তিনি। এর কিছুক্ষণ পর তামিমের মত আলীর এলবিডাব্লিউর শিকার হন ৬৬ রান করা মমিনুল। ১৩ রানে কুকের হাতে স্লিপে ক্যাচ দিয়ে ফিনের শিকার হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

ক্যারিয়ারের ৫০তম টেস্ট খেলতে নেমে এদিন বেন স্টোকসের বলে মাথার পেছনে আঘাত পান অধিনায়ক মুশফিকুর রহিম। এরপর মাত্র ২ বল মোকাবেলা করেন তিনি। ব্যাক্তিগত ৪ রানে মঈন আলীর বলে কুকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মুশফিক। এর পরই রানের খাতা খোলার আগে বেন স্টোকসের শিকার হয়ে ফিরে যান চট্টগ্রাম টেস্টে অপরাজিত থাকা সাব্বির রহমান।  সাকিব ১০, শুভাগত হোম ৬, মিরাজ ১ ও রাব্বি শূণ্য রানে ফিরেছেন সাজঘরে।

এদিন দলীয় ১ রানের মাথায় ব্যক্তিগত ১ রান করেই ক্রিস ওকসের বলে ক্যাচ আউট হয়ে বিদায় নেন ওপেনার ইমরুল কায়েস। পয়েন্ট থেকে লাফ দিয়ে দুর্দান্ত ক্যাচটি ধরেন বেন ডাকেট। এদিকে এদিন অপর ওপেনার তামিম ইকবাল ৬০ বলে টেস্ট ক্যারিয়ারের ২০তম হাফসেঞ্চুরি তুলে নেওয়ার পর সেঞ্চুরিও পূর্ণ করেছেন। আর ৭১ বলে টেস্ট ক্যারিয়ারের দশম হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন মমিনুল হক। এদিন তারা দুজন মিলে ২০১ বলে গড়েছেন দেড়শ রানের দারুণ এক পার্টনারশীপ।

ইংলিশদের পক্ষে একাই ৫টি উইকেট নিয়েছেন মঈন আলী।

এর আগে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টেরে পঞ্চম দিনে ইংল্যান্ডের কাছে ২২ রানে হেরেছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক সৌরভ, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, শুভাগত হোম চৌধুরী, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি।

ইংল্যান্ড একাদশ : অ্যালিস্টার কুক(অধিনায়ক), বেন ডাকেট, জো রুট, গ্যারি ব্যালেন্স, মঈন আলী, বেন স্টোকস, ক্রিস ওকস, জনি বেয়ারস্টো, আদিল রশিদ, স্টিভেন ফিন ও জাফর আনসারি।

(দ্য রিপোর্ট/এজে/এআরই/এনআই/অক্টোবর ২৮, ২০১৬)