যশোর অফিস : পিকনিকের গাড়ি দুর্ঘটনায় স্কুল ছাত্রছাত্রী হতাহতের ব্যাপারে পুলিশ বাদী হয়ে চৌগাছা থানায় একটি মামলা করেছে। নিহতদের স্বজনদের প্রতি সহমর্মিতা জানাতে বেনাপোলের ব্যবসায়ীরা রবিবার আধাবেলা ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখেন।

চৌগাছা থানার এসআই আবদুল কুদ্দুস জানান, মামলায় বাসটির চালক ইস্রাফিল, হেলপার মহব্বত এবং মান্দারতলা গ্রামের দুই ভাই শহিদুল ও আলমকে আসামি করা হয়েছে। এ দুই ভাই রাস্তার ওপর ডাঁটা (শাকজাতীয় সবজিবিশেষ) ফেলে রাখার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে, রোববার সকালে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শ্যামলকান্তি ঘোষ আহত শিক্ষার্থীদের খোঁজখবর নিতে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান। সেখান থেকে তিনি বেনাপোলে যান নিহত শিক্ষার্থীদের স্বজনদের সান্ত্বনা দিতে। পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘স্কুল শিক্ষার্থী হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ আমরা সবাই শোকাহত। আহতদের সুচিকিৎসার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদারকি করা হচ্ছে।’ তিনি জানান, সিএমএইচে ভর্তি হওয়া আহতদের উন্নত চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান।

অন্যদিকে, বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন বলেন, মর্মান্তিক এ দুর্ঘটনায় পৌরসভার পক্ষ থেকে তিনদিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, নিহতদের স্বজনদের প্রতি সহমর্মিতা জানাতে বেনাপোলের ব্যবসায়ীরা রবিবার আধাবেলা ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।

উল্লেখ্য, শনিবার রাত ৮টার দিকে চৌগাছা-মহেশপুর সড়কের ঝাউতলায় প্রাইমারি স্কুল ছাত্রছাত্রী ভর্তি একটি পিকনিকের বাস পুকুরে পড়ে সাত শিশু নিহত ও অর্ধশত আহত হয়। যশোরের বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ওই বাসে মেহেরপুরের মুজিবনগরে পিকনিক শেষে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহতদের মৃতদেহ শনিবার রাতেই চৌগাছা থানা পুলিশ বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে। বেনাপোল পোর্ট থানার এসআই শফিক জানান, রাত ২টার দিকে মৃতদেহগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

দুর্ঘটনায় আহতদের মধ্যে ৩৯ জনকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ১১ জনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১১ জনকে এবং চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চারজনকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। এদের মধ্যে অন্তত তিন শিশুর অবস্থা গুরুতর বলে জানিয়েছেন যশোর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ইয়াকুব আলী মোল্লা। আহত অন্যদের অবস্থা উন্নতির দিকে।

(দ্য রিপোর্ট/একে/এএস/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)