পরিবর্তন হল পুরনো আমলের পদের নাম
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি দফতরে পুরনো আমলের পদের নাম ও পদবি পরিবর্তন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে। ৪ ফেব্রুয়ারির এ পরিপত্রটি রবিবার জারি করা হয়। সময়োপযোগী করার জন্য এ সব পদ নাম পরিবর্তন করা হয়েছে বলে আদেশে বলা হয়েছে।
বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ, অধীনস্ত অধিদফতর/দফতরের পরিবর্তিত পদের মধ্যে সুইপার, ঝাড়ুদার, ক্লিনার, ফরাশ ও পরিষ্কারকদের পদবি পরিবর্তন করে ‘পরিচ্ছন্নতাকর্মী’ করা হয়েছে। এমএলএসএস, পিয়ন, দফতরি, ডিম পরীক্ষক, বুচার, শেয়ারিং অ্যাটেনডেন্ট, আর্দালি ও টি-বার অ্যাসিস্ট্যান্টকে ‘অফিস সহায়ক’ বলা হবে। কালেকটিং সরকারকে ‘ক্যাশ সরকার’, নিরাপত্তা প্রহরী অধিনায়ককে ‘গার্ড কমান্ডার’ এবং বিভিন্ন গুদামের স্টোর, ম্যানিয়েল’রা ‘ভাণ্ডারকর্মী’ হিসেবে পরিচিত হবেন। গার্ড, নাইট গার্ড, প্রহরী, নৈশপ্রহরী, দারোয়ান, চৌকিদার, গেটকিপার, নৈশপ্রহরী কাম দারোয়ান, গার্ড হাবিলদার, সিকিউরিটি গার্ড ও ক্যাম্প গার্ডরা সবাই ‘নিরাপত্তা প্রহরী’ হিসেবেই সারাদেশে পরিচিতি পাবেন। সব সরকারি-বেসরকারি অফিসের মেসেঞ্জার, সাইকেল মেসেঞ্জার, বয় মেসেঞ্জার ও ডেচপাচ রাইডাররা এখন থেকে ‘বার্তাবাহক’ নামে পরিচিত হবেন।
কুক, হোটেল কুক, পাচক (আইবি) প্রধান বাবুর্চিরা এখন থেকে ‘বাবুর্চি’ এবং মশলাচিরা ‘সহকারী বাবুর্চি’ নামেই সরকারিভাবে পরিচিত হবেন। ওয়াটার পাম্প ড্রাইভার ও পাম্পম্যানরা নতুন করে ‘পাম্প চালক’ নামে পরিচিত হবেন।
গ্রিজার কাম পাম্প ড্রাইভাররা সামান্য পরিবর্তন করে ‘গ্রিজার কাম পাম্প চালক’ নামে, বেবিট্যাক্সি ড্রাইভারকে ‘ড্রাইভার’ গাড়ি সহকারীকে ‘হেলপার’ এবং ট্রাক সহকারীকে ‘ট্রাক হেলপার’ নামেই অভিহিত করা হবে। লিডিং ফায়ারম্যান কাম ফায়ার হাইড্রেন্ট অপারেটরদের বলা হবে ‘ফায়ারম্যান কাম ফায়ার হাইড্রেন্ট অপারেটর’। পাশাপাশি এস এস ওয়্যারম্যানকে ‘ইলেকট্রিশিয়ান (ওয়ারিং)’ এস এ লাইনম্যানকে ‘ইলেকট্রিশিয়ান (ওভারহেড)’ এস এস ই. ফিটারকে ‘ইলেকট্রিশিয়ান (ফিটিং) এবং এস এস এলসি ডব্লিউম্যানকে ‘ইলেকট্রিশিয়ান (ওভারহেড অ্যান্ড ওয়্যারিং)’ বলা হবে। টাইপ ডিস্ট্রিবিউটরদের বলা হবে ‘বাইন্ডিং সহকারী’, জি অপারেটর, গেস্টেটনার অপারেটর, ব্লু প্রিন্টার, ডুপ্লিকেটিং মেশিন অপারেটর এবং সাইক্লোস্টাইল মেশিন অপারেটরদের ‘ফটোকপিয়ার অপারেটর’ নামে ডাকা হবে।
রাষ্ট্রপতির কার্যালয়ের হেডকুককে ‘প্রধান বাবুর্চি’, কুককে ‘বাবুর্চি’, চাপরাশিকে ‘অফিস সহায়ক’, কুকমেট ও মশালচিকে ‘সহকারী বাবুর্চি’, হাউস ক্লিনারকে ‘ভবন পরিচর্যাকারী’ নাম দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পুরনো নামগুলোর মধ্যে পরিবর্তন করে কুকমেটকে ‘সহকারী বাবুর্চি’, খিদমতগারকে ‘পরিচর্যাকারী’, আবদারকে ‘পরিবেশনকারী’, মশালচিকে ‘সহকারী বাবুর্চি’, খালাসীকে ‘সহকারী মালী’, হাউস ক্লিনারকে ‘ভবন পরিচর্যাকারী’, নিম্নঅধীনস্ত কর্মচারীকে ‘সহায়ক কর্মচারী’, ক্ষৌরকারকে ‘হেয়ার ড্রেসার’ এবং চাপরাশি, জমাদার ও আর্ডারলীকে পরিবর্তন করে ‘সহায়ক কর্মচারী’ নাম দেওয়া হয়েছে।
(দ্য রিপোর্ট/আরএমএম/এসবি/সা/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)