কমিশনারের স্বাক্ষর জাল করে ভোটার স্থানান্তরের চেষ্টা
দ্য রিপোর্ট প্রতিবেদক : নির্বাচন কমিশনার আবদুল মোবারকের স্বাক্ষর জাল করে ভোটার এলাকা স্থানান্তরের চেষ্টা করেছেন তার গানম্যান ও ইসির এক কর্মকর্তা। এ কাজের জন্য দুই লাখ টাকা রফা হয়েছিল বলে জানা গেছে।
ইসি সূত্র জানিয়েছে, গত বৃহস্পতিবার উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য একজন ভোটার এলাকা স্থানান্তর করতে চান। এ নিয়ে তিনি একটি আবেদন করেন। বর্তমানে ভোটার এলাকা স্থানান্তর বন্ধ থাকায় নির্বাচন কমিশনার আবদুল মোবারকের গানম্যান ও এক কর্মকর্তার শরণাপন্ন হন তিনি। তারা তাকে ভোটার স্থানান্তর করে দেওয়ার আশ্বাস দেন। এ কাজটি করতে দুই লাখ টাকায় তাদের সঙ্গে রফা হয়।
এ কারণে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন নিয়ে ভোটার তালিকা প্রকল্প অফিসে যান নির্বাচন কমিশনার আবদুল মোবারকের গানম্যান ও সংশ্লিষ্ট ভোটার। আবেদনটি জমা দেওয়ার পর আবেদনে আবদুল মোবারকের সুপারিশের স্বাক্ষর দেখে সন্দেহ হয় ভোটার তালিকা প্রকল্পের কর্মকর্তাদের।
একজন কর্মকর্তা স্বাক্ষরটি পরীক্ষা-নিরীক্ষা করার কথা বলে এক প্রকল্প পরিচালকের রুমে গেলে সংশ্লিষ্ট ভোটার তার আবেদনের কপি কর্মকর্তার টেবিল থেকে নিয়ে পালিয়ে যান। এ সময় কমিশনারের গানম্যানও দ্রুত প্রকল্প অফিস ত্যাগ করেন।
বর্তমানে ওই ভোটার ঢাকার ধানমন্ডি থানা এলাকার ভোটার। তার বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায়। তিনি এবার উপজেলা নির্বাচনে প্রার্থী হতে চান। এ কারণে তিনি ঢাকার ধানমন্ডি থেকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় স্থানান্তন করতে চেয়েছিলেন।
জানা গেছে, এ ঘটনার সঙ্গে কমিশনার আবদুল মোবারকের দফতরের এক কর্মকর্তাও জড়িত আছেন। তিনিও ওইদিন প্রকল্প অফিসে গিয়েছিলেন এ কাজের জন্য।
এ বিষয়ে প্রকল্পের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘স্বাক্ষর জালের বিষয়টি সঠিক। এ বিষয়টি কমিশনকে লিখিতভাবে জানানো হবে। নির্বাচন কমিশন সংশ্লিষ্টদের বিষয়ে ব্যবস্থা নেবে বলে জানান অপর এক কর্মকর্তা।
(দ্য রিপোর্ট/এমএস/এনডিএস/সা/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)