দ্য রিপোর্ট প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত রেকিট বেনকিজার বাংলাদেশ রিজার্ভের পরিমাণ কমিয়ে আনছে। মুনাফার থেকে বেশি লভ্যাংশ প্রদানের মাধ্যমে কোম্পানি এ কাজ করছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

রেকিট বেনকিজার বাংলাদেশ ৬ মাসের (জানুয়ারি-জুন ২০১৬) ব্যবসায় প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) করেছে ২৫.০৫ টাকা। তবে এর বিপরীতে ৪০০ শতাংশ বা প্রতিটি শেয়ারে ৪০ টাকা অন্তর্বর্তীকালীন লভ্যাংশ প্রদানের ঘোষণা দিয়েছে। যাতে কোম্পানির প্রতিটি শেয়ারে ১৪.৯৫ টাকা হিসাবে ৭ কোটি ৬ লাখ টাকার রিজার্ভ কমে আসবে।

৪ কোটি ৭৩ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিতে ১৫ কোটি ৮২ লাখ টাকার রিজার্ভ রয়েছে। তবে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ প্রদানের কারণে তা কমে আসবে ৮ কোটি ৭৬ লাখ টাকায়।

এর আগে ২০১৫ সালের ব্যবসায় কোম্পানি প্রতিটি শেয়ারে ৫৮.৭৩ টাকা আয় করে। তবে কোম্পানি ওই সময় ৬৫০ শতাংশ হারে প্রতিটি শেয়ারে ৬৫ টাকা নগদ লভ্যাংশ প্রদান করে। যাতে প্রতিটি শেয়ারে ৬.২৭ টাকা করে রিজার্ভ কমে।

এদিকে কোম্পানির ৬ মাসের ব্যবসায় নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৬২.০৯ টাকা। আর চলতি বছরের ৩০ জুনে কোম্পানির প্রতিটি শেয়ারে সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৩.৫৩ টাকা।

উল্লেখ্য, রবিবার (৩০ অক্টোবর) লেনদেন শেষে কোম্পানির শেয়ার দর দাঁড়িয়েছে ১৫৭৩ টাকায়।

(দ্য রিপোর্ট/আরএ/এনআই/অক্টোবর ৩১, ২০১৬)