৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৪ মার্চ শুরু
দ্য রিপোর্ট প্রতিবেদক : আগামী ২৪ মার্চ ৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে বলে রবিবার সন্ধ্যায় বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অপর এক বিজ্ঞপ্তিতে ৩৪তম বিসিএস (প্রিলিমিনারি) পরীক্ষার পুনর্মূল্যায়িত ফলাফলে বাদপড়া ২৮০ আদিবাসী শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করেছে পিএসসি।
পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পিএসসি’র ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।
কোটার ভিত্তিতে প্রথমবার প্রকাশিত ৩৪তম বিসিএসের প্রিলিমিনারির ফলাফলে ১২ হাজার ৩৩ প্রার্থী উত্তীর্ণ হন। গত বছরের ৮ জুলাই এ ফলাফল প্রকাশের পর মেধাবী অনেক শিক্ষার্থী বাদ পড়েছেন- এমন অভিযোগ তুলে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে একই বছরের ১৪ জুলাই ৩৪তম বিসিএসের পুনর্মূল্যায়িত ফল ঘোষণা হয়।
এতে ৪৬ হাজার ২৫০ জন উত্তীর্ণ হন। তবে প্রথমবার প্রকাশিত ফলাফলে থাকা ২৮০ জন উপজাতি বাদ পড়েন।
একই বছরের ২৮ জুলাই বাদপড়া পরীক্ষার্থীর মধ্যে একজন এ বিষয়ে প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে হাইকোর্ট বাদপড়া ২৮০ উপজাতি শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করার জন্য সরকারি কর্মকমিশনকে নির্দেশ দেয়।
(দ্য রিপোর্ট/এসআর/এনডিএস/সা/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)