আয়ু জানাবে ঘড়ি !

‘টিককার’ নামের এ ঘড়িটিকে বলা হচ্ছে আয়ু-ঘড়ি।
এ প্রসঙ্গে কোলটিং-র বরাত দিয়ে ডেইলি মেইল জানায়, এ ঘড়িতে ব্যবহারকারীর স্বাস্থ্য ও বয়স সংক্রান্ত তথ্য দিয়ে রাখতে হবে। সে অনুযায়ী হিসাব করে ঘড়িটি ঘণ্টা, মিনিট, সেকেন্ডের হিসাবে আয়ুষ্কাল দেখাবে।
অনেকে একে মৃত্যু ঘড়ি বলল্ওে আবিষ্কারক বলছেন উল্টো কথা। তিনি বলেন, আমাদের সবাইকে মরতে হবে। কিন্তু আধুনিক সমাজে আমরা এই বিষয়ে খুব কমই কথা বলি।
তিনি আরো দাবি করেন, এ ঘড়িটি আমাদের সময়ের সদ্ব্যবহার শেখাবে। এর ব্যবহারকারী জীবনে সবকিছু নিয়মমাফিক করতে পারবেন এবং সুখী হবেন। তাই একে সুখ-ঘড়িও বলা যায়।
(দিরিপোর্ট২৪/ওএস/ডব্লিউএস/জেএম/অক্টোবর ০৮, ২০১৩)