দিরিপোর্ট২৪ ডেস্ক: ভারতে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে মঙ্গলবার এক হামলায় পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছে। এই হামলার জন্য গারো ন্যাশনাল লিবারেশন আর্মিকে সন্দেহ করা হচ্ছে। খবর জিনহুয়ার।

সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, ভারী অস্ত্র নিয়ে কয়েকজন বন্দুকধারী বিচারাধীন বন্দি বহনকারী পুলিশের একটি গাড়িতে হামলা করে। এ ঘটনায় গাড়ির মধ্যে থাকা পুলিশের পাঁচ সদস্যই নিহত হয়।

ভারতের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সরকারের সাম্প্রতিক সন্ত্রাসবিরোধী অভিযানের প্রতিশোধ নিতে হামলা করা হয়ে থাকতে পারে। স্থানীয় পুলিশ এর আগে গারো ন্যাশনাল লিবারেশন আর্মির একজন নেতার বাড়িতে অভিযান চালিয়ে পাঁচ ব্যক্তিকে আটক করে।

ভারতের অস্থিতিশীল এই রাজ্যে বেশ কয়েকটি সংগঠন আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই চালিয়ে আসছে।

(দিরিপোর্ট২৪/আদসি/এমডি/নভেম্বর ০৫, ২০১৩)