‘জবি ছাত্রলীগের উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
দ্য রিপোর্ট প্রতিবেদক : গুলশান আরা সিটি বিষয়ে সৃষ্ট বিভ্রান্তি দূর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন নবাব পরিবারের সদস্য ও মৌলভী খাজা আব্দুল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান খাজা মারগুব হাসান।
ট্রাস্টের পক্ষে মারগুব হাসানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার বিকেলে এ আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি বিশেষ মহল তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের জন্য সংশ্লিষ্ট ছাত্রদের ভুল বোঝানোর অপপ্রয়াসে লিপ্ত রয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কস্মিনকালেও এই সম্পত্তির মালিক ছিল না বা ওই স্থানে কোনো বৈধ ছাত্রাবাস ছিল না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ, তারা যেন যেকোনো হিংসাত্মক বা উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গুলশান আরা সিটি ঢাকার ঐতিহ্যবাহী নবাব পরিবারের মৌলভী খাজা আব্দুল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্টের একটি প্রকল্প। ব্রিটিশ সরকারের আমল থেকে সম্পত্তিটির নিরঙ্কুশ মালিক ও দখলদার এই ট্রাস্ট।
২০০১-২০০২ সালে নবাব পরিবার মৌলভী খাজা আব্দুল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্টের নামে এই সম্পত্তির উন্নয়নে হাজী মোহাম্মদ সেলিমের ব্যবসা প্রতিষ্ঠান এমটিসি প্রপার্টিজ লিমিটেডের (বর্তমান নাম মদিনা ডেভেলপমেন্টস লি.) সঙ্গে চুক্তিবদ্ধ হয়। চুক্তি অনুযায়ী গুলশান আরা সিটি মার্কেটটি গড়ে উঠে। এর নির্মাণ কাজ এখনও চলছে।
(দ্য রিপোর্ট/এইউএ/এসকে/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)