রাজশাহীতে জমজম ইসলামী হাসপাতালকে জরিমানা
রাজশাহী অফিস : রাজশাহী মহানগরীর জমজম ইসলামী হাসপাতাল কর্তৃপক্ষকে এক লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা প্রদান ও লাইসেন্স নবায়ন না করায় রাজশাহী জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ আহাম্মেদ রবিবার এ জরিমানা করেন।
রাজশাহী জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ আহাম্মদ দ্য রিপোর্টকে জানান, জমজম ইসলামী হাসপাতালের লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে। ২০১৩ সালে নবায়ন করা হয়। এরপর আর লাইসেন্স নবায়ন করা হয়নি।
তিনি বলেন, হাসপাতালে যে এক্স-রে মেশিনটি রয়েছে তা চালানোর জন্য কোনো কারিগর নেই। মেশিনটির লাইসেন্স ২০১২ সালের পর আর নবায়ন করা হয়নি। হাসপাতালে সেবিকা ও চিকিৎসক সংকট আছে। এ ছাড়াও অস্ত্রোপচার কক্ষ ও প্যাথলজি কক্ষে ধুলাবালি, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে। ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদের এক লাখ ১০ হাজার এবং বেসরকারি মেডিকেল প্রাক্টিশনার ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ আইনে আরও পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
(দ্য রিপোর্ট/এমএইচ/এএস/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)