দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রকৃতির বৈরী আচরণ অমর একুশে গ্রন্থমেলার গতিকে কিছুটা হলেও থামিয়ে দিয়েছে। মেঘাচ্ছন্ন আকাশ, থেমে থেমে বৃষ্টি রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আগত বইপ্রেমী দর্শনার্থীদের বাড়ি ফিরে যেতে বাধ্য করছে। কর্দমাক্ত মাটি ও ঝিরিঝিরি বৃষ্টির কারণে সমগ্র মেলা প্রাঙ্গণেই ছিল স্থবিরতা।

একদিকে লোক সমাগম কম অন্যদিকে বিদ্যুৎ নেই। তারপরও মেলায় আগত যারা বই কিনতে এসেছেন তাদের হাতে বই তুলে দেয়ার জন্য মোমের আলোর আশ্রয় নিয়েছেন দোকানীরা। স্টলে স্টলে প্রজ্বলিত মোমের আলোর সৌন্দর্য আলোকচিত্রীদের ছবি তোলার খোরাক তৈরি করলেও বিষণ্ণ সন্ধ্যা অতিক্রম করে প্রকাশকরা। প্রতিকূল আবহাওয়ায় বেচা-বিক্রি কম হবে এটাই ছিল প্রকাশকদের সান্ত্বনা। তবে হাতেগোনা যে কজন দর্শনার্থী মেলায় এসেছিলেন তাদের অনেককেই কর্দমাক্ত মাটি ও বৃষ্টিকে উপেক্ষা করে বই কিনতে দেখা গেছে। প্রকাশকদের ভাষ্য, আবহাওয়া অনুকূলে থাকলে মেলার আগামী দিনগুলোতে এ ক্ষতি পুষিয়ে নেয়া যাবে।

এমন বাদল দিনে রবিবার ঘরে বসে থাকতে পারেননি যাত্রাবাড়ীর কাজলার সাহিত্যানুরাগী এস এম সাইফ আলী। কথা প্রসঙ্গে তিনি জানান, আজ বৃষ্টি হওয়াতে মেলায় কম মানুষ আসবে বলেই তিনি মেলায় এসেছেন। ভিড় কম থাকলে ঘুরে ফিরে স্বাচ্ছন্দ্ব্যে প্রিয় লেখকের পছন্দের বইগুলো কেনা যায় বলে তিনি বৃষ্টির দিনটিকেই বেছে নিয়েছেন। কিন্তু অন্ধকার পরিবেশে মেলার কার্যক্রম চলবে এটি তার ধারণায় ছিল না বলেও তিনি জানান।

(দ্য রিপোর্ট/এমএ/কেএম/এএল/শাহ/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)