১০ টাকার চালে অনিয়ম : খাদ্য কর্মকর্তাসহ আটক ৫
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে ১০ টাকা কেজি দরের চাল (ওএমএস) বিক্রিতে অনিয়মের অভিযোগে ৩ খাদ্য কর্মকর্তাসহ ৫ জনকে আটক করেছে দু্র্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় দুদক কার্যালয়ে ডেকে নিয়ে তাদেরকে আটক করা হয়। দুদকের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবু সাইদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃত তিন খাদ্য কর্মকর্তা হলেন- শুভজিৎ দে, শাহনেওয়াজ ও শাহাবুদ্দিন। আটক হওয়া বাকি দুজন ডিলার সৈয়দ মো. মারুফ ও জাহাঙ্গীর আলম।
দুদক পরিচালক সাঈদ বলেন, ‘ডিলারের সঙ্গে কারসাজি করে চাল আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে ৫ জনের বিরুদ্ধে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের তলব করা হলে অভিযোগ প্রমাণিত হওয়ায় আটক করেছি। তাদেরকে নগরীর সদরঘাট থানায় রাখা হয়েছে। শুক্রবার তাদের আদালতে হাজির করা হবে।’
প্রসঙ্গত, এর আগে এই অভিযোগে বরখাস্ত হয়েছিলেন আটককৃত ওই ৩ খাদ্য কর্মকর্তা।
(দ্য রিপোর্ট/এমএইচএ/জেডটি/এনআই/নভেম্বর ০৩, ২০১৬)