ইউজিসি গঠন করেছে কারণ অনুসন্ধান কমিটি
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর র্যাংকিংয়ে প্রথম সারিতে নেই। এর কারণ অনুসন্ধান করতে সম্প্রতি একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
ইউজিসি সূত্র জানিয়েছে, এ কমিটির প্রধান ইউজিসি’র সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ মোহাব্বত খান। এর সদস্য হিসেবে রয়েছেন ইউজিসি’র আরেক সদস্য অধ্যাপক ড. মোঃ আখতার হোসেন ও সদস্য সচিব হিসেবে রয়েছেন ইউজিসি’র উপ-সচিব (পাবলিক বিশ্ববিদ্যালয়) ফেরদৌস জামান। কমিটি তাদের কর্মপরিকল্পনা প্রকাশ করবে এবং সার্বিক সহযোগিতার জন্য দেশের ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়কে চিঠি দেবে।
ইউজিসি’র উপ-সচিব ফেরদৌস জামান মঙ্গলবার দিরিপোর্ট২৪কে বলেন, ‘সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর গুণগত মান নিশ্চিত ও যাচাই করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে। দেখা যায়, বিশ্ব র্যাংকিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো অনেক পিছনে। কিন্তু আমাদের দেশেও অনেক বিশ্ববিদ্যালয় আছে যেগুলো মানের দিক থেকে অনেক ভাল হওয়ার পরও তথ্য ঘাটতির কারণে র্যাংকিংয়ে পিছিয়ে পড়ছে। তাই আমরা দেশের সকল সরকারি বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রশ্নপত্রের আলোকে তথ্য সংগ্রহ করে একটা র্যাংকিং নির্ধারণ করব। প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে মান উন্নয়নে করণীয় সম্পর্কে পরামর্শও দিব।’
ইউজিসি’র আরেক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘তথ্য ঘাটতি কমানোর পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়টিও গঠিত কমিটি খতিয়ে দেখবে। এক্ষেত্রে তথ্য সংগ্রহের জন্য যে প্রশ্নপত্র তৈরি করা হবে তাতে বিশ্ববিদ্যালয়গুলোর কাছে অজানা অনেক তথ্য চাওয়া হবে। যেমন, বিশ্ববিদ্যালয়ের কতজন শিক্ষকের পিএইচডি বা উচ্চতর ডিগ্রী আছে, কতজন বিদেশ থেকে ডিগ্রী অর্জন করেছেন, কতজন উচ্চশিক্ষার জন্য বিদেশে আছেন, কতজন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ক্লাশ নেন, প্রতিটি শ্রেণী কক্ষের আয়তন, শিক্ষার্থী ও শিক্ষক অনুপাত, গবেষণাগারের অবস্থা, লাইব্রেরি ও লাইব্রেরিতে বইয়ের সংখ্যা, কম্পিউটার ও ইন্টারনেট সুবিধা কেমন, প্রতিবছরের ফলাফল ও কী পরিমাণ শিক্ষার্থী দেশি-বিদেশি স্কলারশিপ পায় ইত্যাদি।’
ইউজিসির এ উদ্যোগকে স্বাগত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, ‘শিক্ষার মানোন্নয়ন নিয়ে যেকোনো পদক্ষেপে ইউজিসিকে আমরা সহযোগিতা করব।’
(দিরিপোর্ট২৪/এসআর/এমডি/নভেম্বর ০৪/ ২০১৩)