চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের পটিয়ায় দৌলতপুর এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. করিম (৩১) নামে এক পুলিশ কনস্টেবল নিহত ও এক কনস্টেবল আহত হয়েছেন।

শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। আহত কনস্টেবলের রুবেল দাশ (৩০)।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত করিম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপির) খুলশী থানায় কর্মরত ছিলেন। আর আহত রুবেল দাশ চট্টগ্রাম রেঞ্জ পুলিশে কর্মরত।

মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আহত কনস্টেবলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/এম/নভেম্বর ৪, ২০১৬)