দর্শনায় ১৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দর্শনায় প্রায় ১৪ কোটি টাকার ওষুধ, কীটনাশকসহ বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য ধ্বংস করছে কাস্টমস কর্তৃপক্ষ।
রবিবার দুপুর ১২টায় দর্শনা কাস্টম হাউজ ইয়ার্ড আনুষ্ঠানিকভাবে এ সব দ্রব্য ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কাস্টমস এর সহকারী কমিশনার কাজী বজলুর রশীদ, রাজস্ব কর্মকর্তা শহিদুল ইসলাম, ইন্সপেক্টর আনোয়ার হোসেন, বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল আউয়াল ও দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই জাকির হোসেন।
সহকারী কাস্টম কমিশনার কাজী বজলুর রশীদ জানান, ধ্বংস করা মালামালের মধ্যে রয়েছে হেরোইন, ফেন্সিডিল, গাঁজা, ভারতীয় ওষুধ, কীটনাশক ও চুল। এ সবের মূল্য ১৩ কোটি ৯০ লাখ ২০ হাজার টাকা। এ সব মালামাল বিভিন্ন সময়ে বিজিবি, পুলিশ ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ধরা পড়ে সিজার লিস্টের মাধ্যমে কাস্টমসের গুদামে রাখা ছিল।
(দ্য রিপোর্ট/এমআরআর/জেএম/এএল/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)