চুয়াডাঙ্গায় পেট্রোল পাম্প মালিককে কুপিয়েছে দুর্বৃত্তরা
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা এম এম পেট্রোল পাম্প মালিক মালেকের বাড়িতে রবিবার রাত ১০টার দিকে দুর্বৃত্তরা হানা দিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে। এ সময় বাড়ির অন্য সদস্যরা দুর্বৃত্তদের প্রতিহত করতে ২ রাউন্ড ফাঁকা গুলি করে। গুলির শব্দে প্রতিবেশীরা ছুটে আসলে দুর্বৃত্তরা ৬টি বোমার বিষ্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা পাম্প মালিক মালেককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইমদাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তদের আটক করতে পুলিশি অভিযান শুরু হয়েছে।
(দ্য রিপোর্ট/এমআরআর/জেএম/এএল/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)