লক্ষ্মীপুরে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার

লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুর সদর উপজেলার ভোলা- মজুচৌধুরীর হাট সড়কের কাদিরাগোঁজা থেকে রবিবার রাত সাড়ে ১০টার দিকে এক অজ্ঞাত নারীর (৩২) মৃতদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। পরে মৃতদেহটি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
সদর থানার এসআই জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার কাদিরাগোঁজা নামক স্থান থেকে আনুমানিক ৩২ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
তবে স্থানীয় লোকজন জানিয়েছেন সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা সম্ভব হয়নি।
(দ্য রিপোর্ট/এনইউ/জেএম/এএল/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)