দ্য রিপোর্ট ডেস্ক : শুধু একজন অভিনেত্রী হয়েই থাকতে চান না হ্যারি পটার সিরিজখ্যাত এমা ওয়াটসন।

২৩ বছর বয়সী এ অভিনেত্রী খুব শিগগিরই ইংরেজি সাহিত্যে তার পড়াশুনা সম্পন্ন করবেন এবং ইতোমধ্যেই তিনি অভিনয়ের পাশাপাশি অন্য কিছু করার পরিকল্পনা শুরু করে দিয়েছেন।

কন্টাক্ট মিউজিককে তিনি বলেন, ‘যখন আমি আমার ডিগ্রি নিয়ে ফেলব তখন আমার হাতে অনেক সময় থাকবে। তাই আমি এখন থেকেই ভাবছি সেই সময়গুলো কিভাবে কাজে লাগানো যেতে পারে।’

তিনি আরও জানান, ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে অসম্পৃক্ত কোনো বিষয় নিয়েই তিনি কাজ করতে অধিক আগ্রহী। নিজের বুদ্ধিমত্তাকে সঠিকভাবে কাজে লাগানো যাবে এমন কিছুই করতে চান বলে তিনি জানান।

এছাড়াও তিনি বলেন, ফিল্ম ইন্ডাস্ট্রির বাইরের জগতটিকে দেখতে চান। এর বাইরের জগতের মানুষদের সঙ্গে মিশতে চান। তিনি ছবি আঁকতেও পছন্দ করেন। হয়ত তিনি ছবি আঁকার দিকে বেশি মনোযোগ দেবেন নয়ত অন্য কিছুও করতে পারেন।

জানা যায়, তিনি দু’বার বোর্ডস্বীকৃত একজন ইয়োগা প্রশিক্ষক। সূত্র: ডিএনএ সংবাদ সংস্থা।

(দ্য রিপোর্ট/পিআর/জেএম/এএল/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)