দ্য রিপোর্ট ডেস্ক : গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিচারের শুরুতেই ‘ওয়াকআউট’ করেছেন তার আইনজীবীরা। রবিবার রাজধানী কায়রোর একটি আদালতে শুরু হওয়া এই মামলা ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মূলতবি ঘোষণা করা হয়েছে।

আদালতে মুরসি ও অন্যান্য অভিযুক্তদের ‘সাউন্ডপ্রুফ’ একটি কাঁচের ঘরে রাখা হলে আইনজীবীরা ওয়াকআউট করেন।

মুরসিকে রবিবার সকালে বুর্জ আল-আরব কারাগার থেকে কায়রোর পুলিশ একাডেমিতে আনা হয়।

দেশটিতে সন্ত্রাসী হামলা চালানোর জন্য লেবানন ও ফিলিস্তিনের ইসলামপন্থী দলগুলোর সঙ্গে মুরসিসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ ও ইরানের রেভ্যুলেশনারি গার্ডের সঙ্গে যোগসাজশের অভিযোগ আনা হয়েছে। এ বিচারে দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড হতে পারে মুরসির।

এ ছাড়াও মুরসির বিরুদ্ধে আরও তিনটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে দুটি অভিযোগের বিচার শুরু হয়েছে।

(দ্য রিপোর্ট/জেএম/এএল/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)