চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর কদমতলী দস্তগীর কমপ্লেক্সের জাহাঙ্গীর মার্কেটে আগুন লেগেছে। আগুনে মার্কেটের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। রবিবার (৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দিন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, কদমতলী মোড়ে দস্তগীর কমপ্লেক্সের জাহাঙ্গীর মার্কেটের নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে নগরীর আগ্রাবাদ, নন্দনকানন, ইডিজেড স্টেশন থেকে ৩টি ইউনিটের ১১টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। তবে প্রচণ্ড ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের।

তিনি আরও জানান, আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ১টি ইউনিটের ৮ সদস্য রেসকিউ টিম মার্কেটের পিছনে দেওয়াল ভেঙে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

জাহাঙ্গীর মার্কেটের নিচতলায় বিভিন্ন মোটর পার্টসের ব্যবসা প্রতিষ্ঠান এবং লেপতোষকের দোকান রয়েছে। ধারণা করা হচ্ছে লেপতোষকের দোকান থেকে এ আগুনের সূত্রপাত ঘটতে পারে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এপি/নভেম্বর ০৬, ২০১৬)