কুমিল্লা প্রতিনিধি : চট্টগ্রামে অপহৃত স্বর্ণ ব্যবসায়ী মৃদুল চৌধুরীকে (৫৫) অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। কুমিল্লার বুড়িচং উপজেলার কংসনগর এলাকা থেকে সোমবার ভোর সাড়ে ৫টায় তাকে উদ্ধার করা হয়।

দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেবাশীষ সরকার দ্য রিপোর্টকে জানান, খবর পেয়ে পুলিশ কংসনগর এলাকা থেকে মৃদুল চৌধুরীকে উদ্ধার করে। বর্তমানে তিনি দেবপুর পুলিশ ফাঁড়িতে রয়েছেন বলে জানান তিনি।

প্রসঙ্গত, ১১ ফেব্রুয়ারি সকালে চট্টগ্রাম নগরীর নন্দনকানন পুরাতন টেলিকম ভবনের নিজ বাসা থেকে বের হয়ে দোকানে যাওয়ার পথে মৃদুল চৌধুরীকে অপহরণ করে দুর্বৃত্তরা।

(দ্য রিপোর্ট/জেপি/ইইউ/এসবি/এজেড/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)