দ্য রিপোর্ট ডেস্ক : উত্তর কোরিয়ার বন্দিশিবিরগুলোতে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ। দেশটিতে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করেছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। জাতিসংঘ এ সব সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে।

জাতিসংঘের মানবাধিকার পরিষদের একদল বিশেষজ্ঞ নিয়ে গঠিত প্যানেল জানিয়েছে, উত্তর কোরিয়ানরা ‘অকথ্য নৃশংসতার’ শিকার হয়েছে।

ওই প্যানেল নির্যাতন, দাসত্ব, যৌন সহিংসতা, রাজনৈতিক দমন-পীড়ন ও অন্য অপরাধের প্রমাণ সংগ্রহ করেছে।

জাতিসংঘের ওই প্যানেল আন্তর্জাতিক আদালত ও ট্রাইবুন্যালে বিষয়টি তদন্তের সুপারিশ করবে। চলতি বছরের মার্চেই এ ব্যাপারে প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে জাতিসংঘের প্যানেল।

এদিকে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আন্তর্জাতিক আদালতে উত্থাপনের চেষ্টায় চীন বাধা দিতে পারে।

অ্যামনেস্টির তদন্তে দেখা গেছে, সেখানে মায়ের সন্তানকে ডুবিয়ে হত্যা করার মতো ভয়াবহ নির্যাতনের প্রমাণও পাওয়া গেছে। কোনো শিশু জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তাকে কারারুদ্ধ করা হয়েছে বা না খাইয়ে রাখা হয়েছে। এমনকি বিদেশি সোপ অপেরা দেখার মতো তুচ্ছ কারণেও নির্যাতন চালানো হয়েছে।

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন ও তার বাবার শাসনামলে সরকারবিরোধীরা বর্বর নির্যাতনের শিকার হয়েছেন।

দেশটিতে হাজার হাজার মানুষকে রাজনৈতিক বন্দি হিসেবে ক্যাম্পে আটকে রাখা হয়েছে। দেশটির জনগণের মধ্যে সরকারের প্রতি আনুগত্যের ভিত্তিতে স্পষ্টতই বিভক্তি দেখা দিয়েছে।

এদিকে, উত্তর কোরিয়া মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়টি অস্বীকার করেছে। (সূত্র : বিবিসি, আল জাজিরা)

(দ্য রিপোর্ট/কেএন/এজেড/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)