হেভিওয়েট প্রার্থী নিয়ে লোকসভা নির্বাচনে আম আদমি
দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের আম আদমি পার্টি আসন্ন লোকসভা নির্বাচনের ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে।
দলটির প্রার্থীদের তালিকায় রয়েছে যুগেন্দ্র যাদব, কুমার বিশ্বাস, মেধা পাটেকর আশুতোষ, আর এইস এস পুলকার মতো পরিচিত মুখ। তালিকার অন্য সদস্যরা ততটা পরিচিত না হলেও প্রতিদ্বন্দ্বিতা করবেন কংগ্রেসের ডাকসাইটে নেতাদের সঙ্গে।
দিল্লির সাতটি আসনের মধ্যে পাঁচটিতেই প্রার্থীর নাম ঘোষণা করা হলেও এখনও অরবিন্দ কেজরিওয়াল আর মনীশ সিসোদিয়া কোথা থেকে লড়ছেন তা জানানো হয়নি।
সাবেক টেলিভিশন সাংবাদিক আশুতোষ চাঁদনি চক আসনের জন্য লড়ছেন আইনমন্ত্রী কপিল সিবালের সঙ্গে। আরেক অবসর নেওয়া সাংবাদিক জর্নিল সিং লড়বেন দিল্লির ঝানু রাজনীতিবিদ মহাবাল মিশ্রের বিরুদ্ধে।
আর দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থানের জন্যই পুনেতে কমনওয়েলথ গেমস নিয়ে আলোচিত সুরেশ কলমদির প্র্রতিদ্বন্দ্বিতা করবেন এএপির সুভাষ ওরে।
নাগপুরে বিজেপি নেতা নীতিন গাধকারির বিরুদ্ধে এএপির প্রার্থী অঞ্জলি দামানিয়া।
নর্মদা আন্দোলনের কর্মী মেধা পাটেকর উত্তর-পূর্ব মুম্বাইয়ে এএপির হয়ে লড়বেন কংগ্রেস নেতা সঞ্জয় লীলা পাতিলের সঙ্গে।
ফারুকাবাদে পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের প্রতিদ্বন্দ্বিতা করবেন এএপির মুকুল ত্রিপাঠি। লুডহিয়ানায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী মনীশ তিওয়ারির প্রতিদ্বন্দ্বিতা করবেন এইস এস পুলকা।
যুগেন্দ্র যাদবের নাম এসেছে গুরগাঁওয়ের জন্য। এখানে যুগেন্দ্র যাদব কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রাও ইন্দ্রজিৎ সিংহকে হারাতে পারবেন বলেই আশা করছে এএপি। (সূত্র : টাইমস আব ইন্ডিয়া)
(দ্য রিপোর্ট/আরজে/কেএন/এজেড/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)