ভেনিজুয়েলায় তিন মার্কিন কনস্যুলার কর্মকর্তা বহিষ্কৃত
দ্য রিপোর্ট ডেস্ক : ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তিন মার্কিন কনস্যুলার কর্মকর্তাকে বহিষ্কার করেছেন। দেশটিতে সরকারবিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়।
দেশটির জাতীয় টেলিভিশন চ্যানেলে মাদুরো এ বহিষ্কারের ঘোষণা দেন। তবে তিনি ওই কর্মকর্তাদের নাম প্রকাশ করেননি। পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে মাদুরো বলেন, ‘ওই মার্কিন কর্মকর্তারা ভিসাসংক্রান্ত কাজের সঙ্গে জড়িত। আমরা দুই মাস ধরে লক্ষ্য করছিলাম, তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন সময় বৈঠক করেছেন।’
এ সময় তিনি আরো বলেন, ভেনিজুয়েলা কারো নির্দেশ মানতে অভ্যস্ত নয়।
গত সপ্তাহে সরকারবিরোধী আন্দোলন চলাকালে তিনজনের মৃত্যুর পর দেশটিতে রাজনৈতিক অস্থিরতা বেড়েছে।
বিরোধীদলীয় নেতা লিওপোলাদো লোপেজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী মঙ্গলবার রাজধানী ক্যারাকাসে লোপেজের একটি বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার কথা ছিল।
উচ্চহারে মুদ্রাস্ফীতি, অপরাধ ও কিছু নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঘাটতি প্রধান বিরোধী দলের আন্দোলনের কারণ বলে জানা গেছে।
এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এক বিবৃতিতে ভেনিজুয়েলার রাজনৈতিক অস্থিরতার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। (সূত্র : বিবিসি)
(দ্য রিপোর্ট/কেএন/এজেড/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)