চাঁপাইনবাবগঞ্জে নূরজাহানের ওপর হামলা মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেত্রী নূরজাহানের ওপর হামলা মামলার ৯ নম্বর আসামি বাইরুল ইসলামকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান দ্য রিপোর্টকে জানান, রবিবার রাতে উপজেলার চৌডালা রোড এলাকা থেকে বাইরুলকে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত, ২২ জানুয়ারি শিবগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে মোবারকপুরের কয়লাবাড়ি এলাকায় সন্ধ্যার সময় বাস থেকে নামিয়ে সন্ত্রাসীরা নূরজাহানের ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তার হাত ও পায়ের রগ কেটে দেয়। তিনি এখন রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
(দ্য রিপোর্ট/এআরএন/ইইউ/এমসি/শাহ/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)