মৌসুমি বৃষ্টিতে ভোগান্তি
দ্য রিপোর্ট ডেস্ক : পশ্চিমা লঘুচাপের কারণে সারাদেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সোমবার সকালেও রাজধানী ঢাকাসহ দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। দুপুরের পর থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে গত দুই দিন ধরে বৃষ্টি হওয়ায় রাজধানীর রাজপথে কাদা-জলে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। হেঁটে চলা দুরূহ হয়ে পড়েছে। এ সুযোগে রিকশার ভাড়াও বাড়িয়ে দিয়েছে চালকরা। আবার সড়কগুলোতে যানবাহন চলছে ধীরগতিতে। এতে সৃষ্টি হচ্ছে যানজট। তাতে অফিসগামী মানুষও পড়েছেন বিপাকে।
তবে মৌসুমি এ বৃষ্টিপাতের কারণে জনজীবন কিছুটা দুর্ভোগে পড়লেও কৃষকের জন্য তা আশীর্বাদ।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৭টা পর্যন্ত রাজধানী ঢাকায় আট মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আমাদের বরিশাল অফিস জানায়, সেখানকার আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম বলেন, ‘এটা মৌসুমি বৃষ্টি। তবে এর সঙ্গে লঘুচাপ যুক্ত হওয়ায় বৃষ্টি দুই থেকে তিন দিন স্থায়ী হতে পারে। নদীবন্দর ও সমুদ্রবন্দরের জন্য কোনো সতর্ক সঙ্কেত নেই।’
কলাপাড়া রাডার স্টেশনের ইঞ্জিনিয়ার প্রদীপ চক্রবর্তী জানান, সমুদ্র কিছুটা উত্তাল। তবে সমুদ্রগামী মাছধরা ট্রলার এখনও নিরাপদ আশ্রয়ে যাওয়ার অবস্থা তৈরি হয়নি।
আবহাওয়া অফিস জানায়, বরিশালে ২৪ ঘণ্টায় তারা ১৪.৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছেন। তবে কোনো সতর্ক সঙ্কেত নেই।
কৃষি বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক নিত্যরঞ্জন বিশ্বাস জানান, এখন পর্যন্ত বৃষ্টি যতটুকু হয়েছে, তা কৃষকদের জন্য আশীর্বাদ। তবে বৃষ্টিপাত বেশি হলে কৃষিক্ষেত্রে কিছুটা বিরূপ প্রভাব ফেলতে পারে। টানা দুই-তিন দিন ধরে বৃষ্টি হওয়ার ফলে নগরীর জীবনযাত্রা কিছুটা ব্যাহত হয়েছে।
(দ্য রিপোর্ট/বিএস/ইইউ/এসবি/শাহ/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)