চাঁদপুরে ১০ দোকান ভস্মীভূত, আহত ১
চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের কচুয়া মধ্যবাজারে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে আবু সাইদ (২৮) নামের দমকল বাহিনীর এক সদস্য আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত সাইদ কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে যায়। দোকানগুলোর মধ্যে দুটি মুদিদোকান, দুটি পোল্ট্রি মুরগির দোকান, একটি মনিহারি দোকান, একটি সুপারি দোকান ও একটি পানের আড়ৎ রয়েছে। বাকি তিনটি দোকান সম্পর্কে এখনও জানা যায়নি। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্টেশনমাস্টার মো. মোস্তফা খান জানান, প্রায় এক ঘণ্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী।
(দ্য রিপোর্ট/এমবি/ইইউ/এমসি/এজেড/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)