আমাদের প্রতি অবিচার করা হয়েছে : জিমি
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : আবারো প্রতিবাদমুখর হয়ে ওঠেছে হকি অঙ্গন। মঙ্গলবার সাবেক ও বর্তমান ৯ জন হকি খেলোয়াড়দের শাস্তি প্রদানের বিরুদ্ধে তীব্র নিন্দা প্রকাশ করেছে হকি খেলোয়াড় কল্যান সমিতি। সোমবার এশিয়া কাপের ব্যর্থতার কারণে ৪ খেলোয়াড় এবং কর্মকর্তা কোচ মাহবুব হারুনকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। তারই প্রতিবাদ জানিয়েছে তারা। খেলোয়াড়দের প্রতি অবিচার করেছে বলে অভিযোগ করে জাতীয় দলের স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমি বলেছেন, ‘আমাদের প্রতি অবিচার করা হয়েছে। সুস্পষ্ট কারণ ছাড়াই ফেডারেশন খেলোয়াড়দের বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে।’
এশিয়া কাপের আগে খেলোয়াড়দেরকে ক্যাম্পে যোগদানে বাধা প্রদান এবং কোচ নাভিদ আলমের সঙ্গে খারাপ আচরনের কারণে আরিফুল হক প্রিন্স ১০ বছর, রাসেল খান বাপ্পী আজীবন এবং শামসুজ্জামান তুহিন, আসাদুজ্জামান চন্দন ও আশিকুজ্জামানকে ৫ বছর করে হকির সকল কার্যক্রম নিষিদ্ধ করেছে হকি ফেডারেশন।পাশাপাশি এশিয়া কাপ হকির ব্যর্থতার কারণে বাংলাদেশ জাতীয় হকি দলের স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমি, গোলরক্ষক জাহিদ হোসেন এবং ইমরান হাসান পিন্টুকে ৩ বছরের জন্য জাতীয় দল এবং ঘরোয়া খেলা থেকে ২ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও কামরুজ্জামান রানাকে জাতীয় দল থেকে ২ বছর এবং এক বছরের জন্যে সব ধরনের ঘরোয়া হকি থেকে নিষিদ্ধ করা হয়েছে। আর কোচ মাহবুব হারুনকে জাতীয় দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বাংলাদেশ হকি খোলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আরিফুর হক প্রিন্স জানিয়েছেন, ‘এমন সিদ্ধান্ত হকির স্বার্থের জন্য খুবই দুঃখজনক। এর মাধ্যমে ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতুল্লাহ ও তার ৩ সহযোগী হকির ভবিষ্যত নষ্ট করে দিচ্ছে।’
(দিরিপোর্ট২৪/এএস/সিজি/নভেম্বর ০৫, ২০১৩)